Life Science best Model Question for practice purpose of Madhyamik Student of W.B.B.S.E. for 2013 - 2014.
Today I share with my all blog viewers for Madhyamik Exam, who are the Student in W.BBSE. All question part only for practice purpose, it is only for improve your lesson. So try to best coming exam.for 2013 - 2014. Life Science best Model Question for practice purpose of Madhyamik Student of W.B.B.S.E. for 2013 - 2014.
*নৈর্ব্যক্তিক প্রশ্নঃ-প্রশ্নমান ১. ১০টি প্রশ্নের উত্তর দাও*
- ১। ---------- উদ্ভিদ কোরক্কোদগমের মাধ্যমে জনন সম্পন্ন করে ।
- ২। পদ্মের পত্ররন্ধ্র কেবলমাত্র -------------- অবস্থিত ।
- ৩।পায়রার ফুসফুসের সহিত যুক্ত -------- উড়তে সাহায্য করে ।
- ৪। বৃক্কের অবতল খাজ অংশটি হল ------------।
- ৫। মায়োলিন সীদের উপরের আবরনকে বলে --------।
- ৬।----------------হল একটি মিশ্র গ্রন্থি ।
- ৭। ক্যারিওকাইনিসিসের------দশায় নিউক্লিয়াসের পূনর্আবির্ভাব ঘটে।
- ৮।------মানুষের পোষ্টিকনালীর সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ।
- ৯। রক্তদানের মাধ্যমে সংক্রামিত যকৃতের একটি রোগ হল--।
- ১০। চ্যাপ্টাকৃমির রেচন অঙ্গ হল----------।
- ১১। ক্রোমোজোমের-------অংশকে নিউক্লিওলার অর্গানাইজার বল
- ১২। --------হল কর্নিয়ার বাহিরের রক্ষনাত্মক স্বচ্ছ আবরন।
- ১৩। লঘু মস্তিষ্কে গোলার্ধ দুটি -------- নামক যোজক দ্বারা যুক্ত।
- ১৪। নিউরোপ্লাজমে অবস্থিত নিউক্লিও প্রোটিন নির্মিত দানাকে বলে------।
- ১৫। পেপে গাছের তরুক্ষীরে----------- উৎসেচক থাকে।
- ১৬। নিউরোপ্লাজমে অবস্থিত নিউক্লিওপ্রোটিন নির্মিত দানাকে বলে---।
- ১৭। মুত্রথলি ও মুত্রনালীর সংযোগস্থলে----নামক পেশী থাকে।
- ১৮।-----উপক্ষারটি হাপানির ওষুধ হিসাবে ব্যবহৃত হয় ।
উত্তরঃ- ১। ঈস্ট, ২। উপরিতলে, ৩। বায়ুথলি, ৪। হাইলাম, ৫। নিউরিলেমা, ৬। অগ্নাশয়, ৭। টেলোফেজ, ৮। অ্যাপেন্ডিক্স, ৯। হেপাটাইটিস-বি, ১০। ফ্লেম কোষ, ১১। গৌণ খাঁজ, ১২। কনজাংটিভা, ১৩। ভারমিস, ১৪। নিজল দানা, ১৫। প্যাপাইন, ১৬। নিজল দানা,১৭। স্ফিংটার পেশি, ১৮। ডাটুরি্। |
নিচের প্রশ্ন গুলির উত্তর সমেত দেওয়া হল।
- ১। মানব বৃক্কের আবরণীর নাম কি? উত্তরঃ- মানব বৃক্কের আবরণীর নাম ক্যাপসুল।
- ২। আক্সন হিল্ক কি ? উত্তরঃ- স্নায়ু কোষের যেখান থেকে আক্সন সুরু হয় তাকে আক্সন হিল্ক বলে।
- ৩। কেঁচোর রেচন অঙ্গের নাম কি ? উত্তরঃ--কেঁচোর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া।
- ৪। এন্ডোনিউরিয়াম কি? উত্তরঃ--স্নায়ুতন্তুর যোগ কলার আবরণকে এন্ডোনিউরিয়াম বলে।
- ৫। কোন উদ্ভিদের দেহে ফার্ন ও ব্যক্তবীজী উভয় প্রকার উদ্ভিদের বৈশিষ্ট দেখা যায় ? উত্তরঃ- টেরিডোস্পারম।
- ৬। অপুংজনি পদ্ধতিতে বংশ বৃদ্ধি করে এমন একটি প্রাণীর নাম লেখ ? উত্তরঃ- মোমাছী।
- ৭। গুরু মস্তিষ্কের হেমিস্ফেয়ার দুটির মধ্যবর্তি যোজকটির নাম কি ?উত্তরঃ- কড়পাস ক্যালোসাম ।
- ৮। উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের নাম কি ? উত্তরঃ- উপক্ষার [নিকোটিন, রেসারপিন, ডাতুরিন ইত্যাদি।]
- ৯। কেন্দ্রীয় স্নায়ু তন্ত্রের গহবব্রে অবস্থিত বিশেষ তরলের নাম লেখ ? উত্তরঃ- CSF [সেরিব্রো স্পাইনাল ফ্লুয়িড]
- ১০। জিহ্বার কোন অংশে মিষ্টি স্বাদ অনুভূত হয় ?উত্তরঃ- মধ্য ভাগে মিষ্টি স্বাদ অনুভূত হয়।
- ১১। নিউরোসিল কি ? উত্তরঃ-সুষুম্না কাণ্ডের মধ্যে যে একটি গহ্বর/নালী থাকে তাকে নিউরোসিল বলেও।
- ১২। GTH এর সম্পূর্ণ নাম কি? উত্তরঃ- গোনাডো ট্রপিক হরমোন [Gonad Tropic Hormone]
- ১৩। উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম, লিখ। উত্তরঃ- উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম ভুনিম্নস্থ কাণ্ডের শল্ক পত্র।
- ১৪। একটি উপকারী ছত্রাকের নাম লেখ ? উত্তরঃ- ইষ্ট একটি উপকারী ছত্রাকের নাম।
- ১৫। কোষ চক্রের কোন ঊপদশায় DNA সংশ্লেষ হয় ? উত্তরঃ- ইন্টার ফেজের S উপদশায়।
- ১৬। ইওহিপ্পাস কোন প্রাণীর জীবাশ্ম ? উত্তরঃ- -ইওহিপ্পাস ঘোড়ার জীবাশ্ম।
- ১৭। একটি আদি নিউক্লিয়াস যুক্ত উপকারী জীবাণুর নাম লেখ। উত্তরঃ- লাক্টোব্যাসিলাস ট্রাইকোডেস।
- ১৮। ভেনাস হৃদপিণ্ড কোন প্রাণীর দেখা যায় ? উত্তরঃ- মাছে ভেনাস হৃদপিণ্ড দেখা যায়।
- ১৯। কোন গ্রন্থিকে প্রাভু গ্রন্থি বলে? উত্তরঃ- পিটুইটারিকে প্রাভুগ্রন্থি বলে।
- ২০। ক্লিভেজ কি? উত্তরঃ--প্রাণী কোষে সাইটোপ্লাজম বিভাজিত হওয়ার প্রক্রিয়াকে ক্লিভেজ বলে।
- ২১। কোন প্রাণীতে বহিঃ নিষেক দেখা যায়? উত্তরঃ---ক্লামাইডোমোনাসে বহিঃ নিষেক দেখা যায়।
Life science Model question for Madhyamik Student in W.B, LIFE SCIENCE MODEL QUESTION for Madhyamik Student in W.B, LIFE SCIENCE MODEL QUESTION,life science,science,Model question,W.B,life science Model question for Madhyamik Student in W.B,life science Model question for Madhyamik Student,life science question for Madhyamik Student
No comments:
Post a Comment
Thanks for your valuable comment