Today I share to my all blog viewers who are belongs a students of cent-up or appeared in Madhyamik (SE) Exam candidates under West Bengal Board of Secondary Education, about the Life science model question for Madhyamik students. All Model question for Madhyamik students for practice purpose only.
এই প্রশ্ন গুলি শুধু অভ্যাস করার জন্য।
- ১। একটি নাইট্রোজেন বিহীন আম্লিক হরমোন হল- অক্সিন / জিব্বারেলিন/ কাইনিন
- ২। মানবদেহে করোটিক স্নায়ুর সংখ্যা হল- ১০ জোরা /১২ জোরা / ৩১ জোরা
- ৩। ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে বলে – লোকাস /ফিনোটাইপ/ আলিল
- ৪ । ক্রসিংওভার ঘটে –অ্যামাইটোসিস / মিওসিস / মাইটোসিস
- ৫। স্বোয়ান কোষ অবস্থান করে নিউরনের ---- অংশে । আ্যক্সন/ ডেন্ড্রন/ সাইন্যাপ্স।
- ৬। মানবদেহের ভারসাম্য রক্ষাকারী অংশ হল—গুরুমস্তিষ্ক/ লঘুমস্তিষ্ক/ সুসুম্নাশির্ষক
- ৭। পর্নকান্ড হল ----- পরিবর্তিত কান্ড / পরিবর্তিত পত্র /পরিবর্তিত বৃন্ত।
- ৮। স্থানিয় হরমোন হল—টেস্টোস্টেরন/ থাইরক্সিন/ আ্যড্রিনালিন ।
- ৯। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরনি পর্দাটির নাম কি --প্লুরা / মেনিনজেস /পেরিকা্রডিয়াম ।
- ১০। কেবলমাত্র RNA – উপস্থিত N2 যুক্ত ক্ষার মুলক -- ইউরাশিল/ আ্যডিনিন/ গুয়ানিন।
- ১১। মানুষের ম্যালেরিয়া রোগ ঘটায় – আদ্যপ্রানী/ ভাইরাস /ব্যাকটেরিয়া ।
- ১২। মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি – যা অন্তকর্নে অবস্থিত – ইনকা/ মেলিয়াস/ স্টেপিস ।
- ১৩। কোনটি জীবন্ত জীবাষ্ম নয়-পেরিপেটাস/ আরকিওপটেরিক্স/ স্ফেনোডেন।
- ১৪। অযৌন জননের একক হল – রেনু/ গ্যামেট /কোষ ।
- ১৫। গমের মরিচারোগ সৃষ্টিকারী পরজীবিটি হল --- ছত্রাক /আদ্যপ্রাণী/ব্যাক্টিরিয়া।
- ১৬। নারকেলের তরল শস্যে যে হরমোন পাওয়া যায় তা হল—জিব্বারেলিন/ অক্সিন/ কাইনিন ।
- ১৭। চিংরির রেচন অঙ্গ হল – শিখাকোষ নেফ্রিডিয়া সবুজগ্রন্থি ।
Tag:- LIFE SCIENCE MODEL QUESTION FOR ALL M.P. STUDENTS
LIFE SCIENCE MODEL QUESTION FOR ALL M.P. STUDENTS, LIFE SCIENCE NEW QUESTION FOR ALL M.P. STUDENTS, LIFE SCIENCE QUESTION FOR ALL M.P. STUDENTS of West Bengal
No comments:
Post a Comment
Thanks for your valuable comment