Bangla Kabita Rabidyuti by khushi Sarkar
বাঙলা কবিতা - রবিদ্যুতি - খুশী সরকার
সবার আগে দি গ্রীন এক্সপ্রেস কে জানাই আন্তরিক অভিনন্দন আমার কবিতা সংকলন করার জন্য।
কবিতার কথা।
জীবন চলমান। চলমান পথে হাঁটতে হাঁটতে পেয়েছি যেমন সুখের ঠিকানা তেমনি দুঃখের যন্ত্রণাও আমাকে কম অভিজ্ঞ করেনি! সংসার সমুদ্রের গরলামৃত মিশে এই ধরনী আমার কাছে স্বর্গের উদ্যান এখানে আমার জন্ম সার্থক বলে মনে করি। তাই যা কিছু ভালো লাগা মন্দ লাগা তাকেই গল্প কবিতাকারে বিলিয়ে দিতে চাই সবার মাঝে। এই প্রয়াসেই আমি সাহিত্য রচনার সাধনায় ব্রতী হয়েছি। সাহিত্যের প্রতি অনুরাগ-ই আমাকে জুগিয়েছে প্রেরণা। আমার এই দীন প্রচেষ্টায় যদি কোনো পরিবর্তনের বা ভুল অর্থের সংশোধনের প্রয়োজন হয়,তাহলে পাঠকগণ মন্তব্য করলে উপকৃত হব।
কবি পরিচিতি
আমি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় বাস করি, আমি রায়গঞ্জ ইউনিভারসিটি কলেজের আংশিক বাঙলা বিভাগে শিক্ষকতা করেছি। বর্তমানে আমি একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বাঙলা বিভাগের শিক্ষকতা করি।
আমার কবিতাটি পড়ার জন্য নিচে দেখুনঃ রবিদ্যুতি - খুশী সরকার
রবিদ্যুতি
খুশী সরকার
বৈশাখের নির্জন সাঁজে চাহি শুভ্র মেঘ পানে,
জীবনের দুঃসহ দুঃখরাশি অনন্ত স্রোতে
আকাশের নীল আজি পূর্ণ বেদনাতে ।
ভূ-আধাঁরের ঘনঘটায় ফাঁক বুঝি আর নাই,
ঝরিছে অশ্রু বারি মহা কালবৈশাখী ঝড়ে
কাঁদে মানব ধরার ‘পর কাতর হিয়ায়
ধ্বংস দেবতার নৃত্য ছন্দপতন নিত্য সৃষ্টি ‘পরে।
ত্রস্ত প্রানের ভিতর লভি অপূর্ব সত্যবাণী,
ক্ষনিকের ক্ষনপ্রভায় বিচ্ছুরিত আলোকদ্যুতি।
রবির কিরনে উজ্জল আঁধার জানি,
সাহিত্যারণ্যে উদ্ভাসিত রবির প্রতিভা জ্যোতি,
মানবের ব্যথাভার বহিলে আপন বক্ষে,
তৃষ্ণার বারি আর বাঁচার আহার।
বিষন্ন অন্তরের বিপন্ন অশ্রূসিক্ত চক্ষে।
রচিলে অমর কীর্তি আলেখ্য কাব্যাধার,
দানিলে ভাষা ভাষাহীনে অজ্ঞানের জ্ঞান,
মনুজহিতে তুমি ভ্যুল্লোক হিতৈষি।
কাব্য নাটকে তব প্রীতির পূণ্য বাখান,
বাংলার নিশাকাশে যেন পূর্ণ শশী।
কোষান্তরে সুপ্ত যত প্রবৃত্তি তারজালি
দামিনীগতি ছিন্ন করি জটিল জটা
নিশি নাশি বসুধা প্লাবিত রৌদ্র বর্ণালী,
নিঃশেষে করিলে দান অপার দক্ষতা।
দীনহীন মানবে স্নেহ ধারায় বেসেছো ভালো,
লুক্কায়িত যা ছিল মানবপ্রীতি অন্তরতলে।
কবিত্বের স্বর্ণদীপ্তি পবিত্র আলো,
জাগালো খুশীর ঢেউ পূন্যজনমে জলধি জলে।
সমাপ্ত
কবি-খুশী সরকার
No comments:
Post a Comment
Thanks for your valuable comment