Free Download Bengali Poem of Khushi Sarkar বাঙলা কবিতা - সবুজ স্বপ্ন | খুশী সরকার
বাঙলা কবিতা - সবুজ স্বপ্ন | খুশী সরকার
কবি পরিচিতিঃ- কবি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বাস করি,
পেশাঃ- কবি রায়গঞ্জ ইউনিভারসিটি কলেজের আংশিক বাঙলা বিভাগে শিক্ষকতা করেছেন। বর্তমানে কবি একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বাঙলা বিভাগের শিক্ষকতা করিতেছেন।
সবুজ স্বপ্ন
খুশী সরকার
তোমাকে সেই টিয়ের রঙে দেখেছি
পালকের নরম গন্ধ পাইনি তখনও,
হয়তো তার লাল চোখে চোখ
মিলে গেছে ক্ষনিকের তরে।
কেটে গেছে তারপর অনেকদিন
শত রঙিন স্বপ্ন এঁকেছি নয়নে আমার,
কিন্তু জীবনের কঠিন শিলার আঘাতে
উত্তরে হাওয়ার রুক্ষতা বক্ষে চেপে
তাদের উপড়ে ফেলেছি মন থেকে।
স্বপ্ন শিশুরা আর খেলেনা।
বাস্তবের মহীরুহ তাদের বাঁচতে দেয়নি,
ভেবেছিলাম আমার মনের জমিতে
গ্রীষ্মের দাবদাহে নির্মূল তারা।
হঠাৎ দর্পিত বক্ষে পা রাখে কালবৈশাখী
টিয়ের ডানা ভিজে নরম গন্ধ
ছড়িয়ে দেয় বাতাসে পরম স্নিগ্ধতায়
বাস্তবের শুষ্ক শিলাও বারিধারায় স্নাত।
স্বপ্ন শিশু দুচোখ মেলে আকাশে
মাথা তুলে ডাকে ইশারায়।
তারা মরে না, থাকে কঠিনতার অভ্যন্তরেও
মনের গভীরে টিয়ের ডানায় সবুজ স্বপ্ন।
=================
রচনাকালঃ ২৪শে অক্টোবর ,২০১২।
আরও কবিতাঃ-
অন্তিম আশ্বাস
খুশী সরকার
উচু উচু পাকা বাড়ী, তার চেয়েও উচু পাঁচিল;
ঠাসা ঠাসা পাশা-পাশি ।
সভ্যতার চরম প্রকাশ গায়ে আঁকা ।
শৈ্ল শহরের বুক চেরা কান্না এদের
ছুঁতে পারে না কখনও, নিস্তব্ধ।
কাতারে কাতারে মানুষের ভীর
চলন্ত ট্রেন বাঁশী বাজায়।
শব্ধহীন, প্রানহীন শবের মিছিল
বরফের শান্ত শয্যায় শায়িত,
তটিনির হাতছানি উদার করেনা
একাকী বিচ্ছিন্ন ছিন্নমূলের দল;
মাল্ভূমির অনুচ্চ বক্ষের মত
রঙ ফিকে, শীর্ন রোগাজীর্ণ
কালো পাথরেরর চাঁই রুদ্ধ,
সাবলীল স্বচ্ছ গতি মলিন,
ঝক্ঝকে সাদা রঙ উধাও
কোথায় কে জানে!
হয়তো অনাবিল তরঙ্গের খোঁজে
তার বন্ধুর পথে যাত্রা।
ফুটপাতে মুমূর্ষু প্রাণের অন্তিম আশ্বাস
একটি স্বচ্ছ সকাল।
তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রে বিম্বিত নবারুন।
=================
রচনাকাল ৫ই ডিসম্বর,২০১১। খুশী
No comments:
Post a Comment
Thanks for your valuable comment